ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করল জবির চিরকুমার সংঘ

0
83

আজ পহেলা ফাল্গুন। একইসঙ্গে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। যে দিবসকে প্রত্যাখ্যান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিরকুমার সংঘ, নিখিল বাংলা সংসদ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সংগঠনের সভাপতি মিনুন মাহফুজ ও সাধারণ সম্পাদক মাহিমুর রহমান বিজয় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সমগ্র বিশ্বে ভালোবাসা বা ভ্যালেনটাইনস ডে নামের একটা ঘৃণ্য ও নষ্ট দিনকে নিখিল বাংলা চিরকুমার সমাজ প্রত্যাখ্যান করেছে।

মিঙ্গেলদের সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তারা বলেন, প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে এই সকল ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

তারা বলেন, ভালোবাসা হোক পবিত্র এবং চুলকানি, শুড়শুড়ি মুক্ত। প্রেম, ভালোবাসার নামে এইসব চুলকানি ও শুড়শুড়িমূলক প্রহসন থেকে বিরত থেকে আমরা সবাইকে চিরকুমার সংঘের ছায়াতলে আসার জন্য আহ্বান জানাই।