শেরে বাংলা পথকলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0
94

আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে হাজারীবাগস্হ, ঝাউচরে, শেরে বাংলা পথকলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসার উদ্বোধনী বক্তব্যে বলেন আমাদের প্রতিপ্রিয় সংগঠক আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পথ শিশুদের সাথে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার কর্মসুচী ঘোষণা করা হয় এবং স্বাধীনতার সুর্বন জয়ন্তী উপলক্ষে শিশু উৎসব পালন করা হবে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আর কে রিপন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল কমিটির উপদেষ্টা, এ্যাডভোকেট লায়ন মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক, লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নান্টু খান, স্কুল কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন মামুন, স্কুলের শিক্ষক রুলিয়া আক্তার দোলা, আকলিমা আঞ্জুম, আফরিন মুক্তা, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মিজানুর রহমান সাগর প্রমুখ।