করোনায় মৃত্যু প্রায় ২৪ লাখ

0
155

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ‌১২ হাজার ৩২৪ জনের। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮০৯ জন। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ০১৫ জন। মোট মারা গেছেন ২৩ লাখ ৯৪ হাজার ০১৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ৭৩ লাখ ‌৬ হাজার ০৪৫ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৭০৪ জন। মারা গেছেন ৪ লাখ ৯২ হাজার ৫২১ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৯২ হাজার ৫৫০ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৮৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ লাখ ৬৫ হাজার ৬৯৪ জন। মারা গেছেন ২ লাখ ৩৭ হাজার ৬০১ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।