শ্রীনগরে পাটাভোগ ইউনিয়ন বিকল্প যুবধারা’র আহ্বায়ক কমিটি গঠন

0
73

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনয়ন বিকল্প যুবধারা’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এই কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। এ সময় মো. আলী হোসেন বুলেটকে আহ্বায়ক ও মো. আবুল হোসেনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট পাটাভোগ ইউনিয়ন বিকল্প যুবধারা’র নতুন কমিটি গঠন করা হয়।

শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিকল্প যুবধারার সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম নিশি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার প্রধান উপদেষ্টা মো. আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা সারোয়ার, শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার সদস্য সচিব মো. নূর হোসেন সুমন, উপজেলা বিকল্প ধারার যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মো. নুরুজ্জামান বেপারী, উপজেলা যুবধারার যুগ্ন-আহ্বায়ক নাজির হোসেন চঞ্চল, মো. রতন মোল্লা, মোতালেব হোসেন, যুবধারা নেতা শামিম আহম্মেদ, মোশারফ হোসেন আকাশ, শহিদ দেওয়ান, সানোয়ার হোসেন শাহিন, আমিনুল ইসলাম শ্যামল, মাসুদ রানা, মো. নাদিম, মো. শহিদ, মো. মিল্লাতসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিকল্প যুবধারার যুগ্ন-আহ্বায়ক শামিম হোসেন বিপ্লব ও পরিচালনা করেন সদস্য রিয়াজুল ইসলাম বিদ্যুৎ।