তাহিরপুরে ওসি সহ দুদিনে টিকা নিলেন ৪৭ জন

0
82

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশে করোনা টিকাদানের দ্বিতীয় দিনে সুনামগঞ্জের তাহিরপুরে আরও ২৯ জন টিকা নিয়েছেন।

সোমবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার সহ থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ৯ পুলিশ সদস্য টিকা নিয়েছেন।এ নিয়ে গত দু’দিনে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জন নারী পুরুষ করোনা টিকা দেয়া হয়েছে ।

টিকাদানের দ্বিতীয় দিন সোমবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার টিকা নেয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,আমি টিকা নেয়ার পর কোন ধরণের পাশ্ব প্রতিক্রিয়া অনুভব করিনি,টিকা নেয়ার পর আমি প্রতিদিনের ন্যায় সোমবার থানার বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন অভিযোগের তদন্তকাজ সম্পন্ন করেছি। তিনি আরো বলেন,কোন ধরণের গুজবে কান না দিয়ে আমি বলব সবাই যেন স্ব স্ব আগ্রহে টিকা গ্রহন করি।,

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে গত দুদিনে জনপ্রতিনিধি, থানা পুলিশ, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী গণ টিকা নেন। তিনি আরো বলেন, প্রথম ধাপে এ উপজেলার জন্য সাড়ে তিস’শ ভায়ল এসেছে এতে উপজেলার সাড়ে তিন হাজার জনকে কোভিড-১৯ টিকা দেয়া যাবে।