যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও মৃত্যু কমছে

0
98

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। দেশটিতে করোনার টিকা প্রদানে সরব কার্যক্রমের মধ্যেই এই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সোমবার বাংলাদেশ সময় সকালে ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে সাড়ে ৮৯ হাজারের বেশি রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৩৪০ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৭৯৫ জন। যুক্তরাষ্ট্রে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ সাড়ে ১১ হাজারে মতো। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪ লাখ ৭৫ হাজার মানুষ।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণও নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার সাতশ’র মতো। একই সময়ে মারা গেছেন ৭ হাজার ৭৮৩ জন। করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৬ লাখ সাড়ে ৭৬ হাজারে। এখন পর্যন্ত মারা গেছে ২৩ লাখ ২৬ হাজার ৭৭৮ জন।