বাগমারা গোয়ালকান্দি মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

0
116

রুস্তম আলী শায়ের ,বাগমারা প্রতিনিধিঃ বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসা মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রউসুনারা বেগম।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক এর সঞ্চালনায় মুঠোফোনে বক্তব্য রাখেন রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ইজ্ঞিঃ এনামুল হক।তিনি বলেন,বাগমারা উপজেলা মহিলা লীগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য ও চেঁউখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার বকুল আলী খরাদী, সহ-সভাপতি আব্দুস সালাম, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা প্রমুখ।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজন সরকার,মকছেদ আলী,আফছার মন্ডল,সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক শ্রী গৌতম কুমার স্বর্ণকার,ইসমাইল হোসেন সহ প্রমূখ।