ঘোড়াঘাটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

0
75
ঘোড়াঘাটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী দিনে টিকা গ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ই ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।

উদ্বোধনী দিনে প্রথমে টিকা গ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নুর নেওয়াজ আহমেদ। এরপর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, হাসপাতালের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ আশিকুর রহমান সোহেল সহ ৪০ জন টিকা গ্রহণ করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ বলেন, কোভিড-১৯ টিকা প্রথম পর্যায়ে ঘোড়াঘাট উপজেলায় ৩ হাজার জনকে প্রদান করা হবে।