ধামরাইয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক বিষয়ক বিএনপি’র সভা অনুষ্ঠিত

0
87

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: শনিবার (৬ই ফেব্রুয়ারি-২০২১) ধামরাই থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে ধামরাই বিএনপির অস্হায়ী কার্যালয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক ও পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ’সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, ঢাকা জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম, ঢাকা জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম – আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলিম,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিরুল ইসলাম লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ সোনামদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম খান কালা, ঢাকা জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ধামরাই পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুজ্জামান স্বপন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ফিরোজ, ধামরাই পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ধামরাই থানা যুবদল নেতা রবিন, ধামরাই পৌর মৎস্যজীবী দলের সভাপতি আলতাবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মর্তুজ, বিএনপি নেতা আব্দুল হাই, মোজাম্মেল হক, নজরুল ইসলাম প্রমূখ।