নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন আ;লীগ সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0
94

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের হাতুড় ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর হোসেন মন্ডলের অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৬ ফেব্রæয়ারি শনিবার দুপুরে হাতুড় ইউনিয়ন পরিষদে আয়েজিত দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ভোদন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন অনুকুল চন্দ্র সাহা ও রাবেয়া রহমান পলি, হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মন্ডল, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক ও আসন্ন হাতুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ সাইদুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি যোগেশ ওড়াও। এছাড়াও মরহুমের পরিবারবর্গ, ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর হোসেন মন্ডল গত ১৭ অক্টোবর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।