তাহেরপুরে নৌকার পক্ষে সিএনজি মালিক সমিতির র‌্যালী ও নির্বাচনী পথসভা

0
78

রুস্তম আলী শায়ের,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার আগামী ১৪ই ফেব্রুয়ারী তাহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার সন্ধায় তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে মেয়র, অধ্যক্ষ আবুল কালাম আজদের নৌকার পক্ষে তাহেরপুর সিএনজি মালিক সমিতির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধায় তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে পৌরসভা নির্বাচন উপলক্ষে তাহেরপুর সিএনজি মালিক সমিতির উদ্দোগে র‌্যালী শেষে পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি তাহেরপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে এক পথসভায় মিলিত হয়। উক্ত পথসভায় তাহেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি বিদ্যুৎ দপ্তরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাবলু, বাগমারা উপজেলা চেয়ারম্যান বাবু শ্রী অনীল কুমার সরকার, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি, আলহাজ¦ মোঃ আবু বাক্কার মৃধা মুনসুর। অন্যান্যদের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন, দুই-দুইবারের নির্বাচিত সফল মেয়র, তাহেরপুরের উন্নয়নের রুপকার, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নৌকার কান্ডারী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন রুবেল। তাহেরপুর ডিগ্রী কলেজের ইংরেজীর প্রভাষক মাসুদ রানার পরিচালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক কাওছার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মাহাবুবুল হক শাহী, তাহেরপুর কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, গোয়ালকান্দী ইউপি চেয়ারম্যান আলমগির সরকার, রাজশাহী জেলা পরিষদের সদস্য মাষ্টার আবু জাফর, বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এস.এম. সামসুজ্জোহা মামুন, সাবেক কৃষকলীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপার্থী প্রবীণ আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ নুরু, তাহেরপুর পৌরসভার ১,২ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপার্থী মোছাঃ ফাতেমা বেওয়া ও রিতা রানী। ২নং ওয়ার্ড কাউন্সিলর পার্থী মামুন ও তাহেরপুর পৌর সিএনজি মালিক সমিতির সদস্য ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমূখ ।