আফ্রিকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছেন এরদোগান

0
90

গত ১৫ বছর ধরে আফ্রিকা, বিশেষ করে পূর্ব আফ্রিকার সঙ্গে রাজনৈতিক ও আর্থিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করছে তুরস্ক। দেশটি এখন আফ্রিকার দেশগুলির সঙ্গে বাণিজ্য, শিক্ষা, কূটনৈতিক, পরিকাঠামো, রাজনৈতিক, সামাজিক সম্পর্ক আরো বাড়াচ্ছে। তারা এখন নিজেদের ইউরেশিয়ান নয়, আফ্রো-ইউরেশিয়ান দেশ বলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তুরস্কের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আফ্রিকার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরো ভালো করাকে খুবই গুরুত্ব দেয়া হয়েছে। গত ১০ বছরে আফ্রিকায় তুরস্কের কূটনীতিকদের সংখ্যা চারগুণ বাড়ানো হয়েছে। ২০০৯ সালে আফ্রিকার দেশগুলিতে মাত্র ১২টি দূতাবাস ছিল। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৪২। আরো দুইটি দূতাবাস খোলা হচ্ছে।

২০০২ সালে সাব-সাহারান আফ্রিকার সঙ্গে তুরস্কের বাণিজ্যের পরিমাণ ছিল একশ কোটি ডলার। ২০১৯-এ তা হয়েছে ৭৬০ কোটি ডলার। বিদেশে তুরস্কের সব চেয়ে বড় সামরিক ঘাঁটি হলো সোমালিয়া। তুরস্কের সেনা সেখানে সোমালিয়ার সেনাকে প্রশিক্ষণ দেয়। সুদান, নাইজার, চাদ, জিবুতি, গিনির মতো দেশগুলির পাশাপাশি সোমালিয়া তুরস্কের কাছ থেকে ঢালাও সাহায্য পেয়ে থাকে। সূত্র: ডয়চে ভেলে।