মির্জাগঞ্জে কৃষি ও মৎস উন্নয়ননে খাল খনন

0
86

 মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: মির্জাগঞ্জের সদর ইউনিয়নের কৃষি-মৎস সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে বকশির খাল খননের কাজ শেষ হয়েছে। আইপিসিপি প্রকল্পের আওতায় খাল পুন:খননের কাজ শেষ করে উপজেলা এলজিইডি।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, আইপিসিপি প্রকল্পের আওতায় ২০১৯-২০অর্থ বছরে ৪০ লক্ষ টাকা ব্যায়ে বকশির খালের ২কি.মি পুন:খননের কাজ শেষ হয় গত ২০ডিসেম্বর।এই খাল পুন:খননের ফলে দেউলী-সুবিদখালী ইউনিয়নের প্রায় ৩হাজার মানুষ উপোকারভোগী হবে।৪৫হেক্টর জমিতে ধান উৎপাদন বাড়বে, মৎস উৎপাদন বাড়বে। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে এলাকাবাসী। খালের দুই পাড়ে সামাজিক বনায়ন করা হয়েছে।স্বচ্ছতা ও দরপত্র মোতাবেক শতভাগ কাজ করা হয়েছে।

উপজেলা প্রকৈৗশলী অফিসার মো:শেখ আজিম-উর-রশিদ বলেন, গ্রামীণ কৃষি অর্থনীতিকে সচল রাখার জন্য এই প্রকল্পটি এলজিইডির একটি বিশেষ প্রচেষ্টা। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে পেরে আমরা খুশি। এই অর্থবছরে আরও তিনটি প্রকল্পের খাল খননের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।