ভোলার ইলিশা ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীরা ঘুরছেন এলাকায়, দিচ্ছেন প্রতিশ্রুতি

0
143

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে তরুণ প্রার্থীরা ঘুরছেন এলাকায়, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

সরজমিন ইলিশায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে যোগাযোগ করে জানা যায়। আগামী ইউপি নির্বাচন কে সামনে রেখে নতুন প্রার্থীরা সমর্থন আদায়ে পাড়া মহল্লায় ভোটারদের পাশে যাচ্ছেন, নানান উন্নয়নের দিচ্ছেন প্রতিশ্রুতি।

আলোচনায় রয়েছে যে সব তরুণ প্রার্থীরা তাদের মধ্যে রয়েছেন ১নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সাজু মেম্বার এর ছেলে ঠিকাদার মোঃ ছালাউদ্দিন নতুন সম্ভব্য প্রার্থী ওই ওয়ার্ডে বর্তমান মেম্বার রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি মোস্তফা মিয়া তিনিও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

২নং ওয়ার্ডের বর্তমানে মাঠে ভোটারদের সমর্থন আদায়ে কাজ করছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল পাটোয়ারীর বড় ছেলে ব্যবসায়ী মোছলেউদ্দিন মিলন ওই ওয়ার্ডে বর্তমানে মেম্বার রয়েছেন কামাল হোসেন রতন।

৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শাহাজাহান বেপারী ওই ওয়ার্ডে এখনো নতুন কোন প্রার্থীর নাম শুনা যায়নি।

৪নং ওয়ার্ডে মাঠে রয়েছেন সাবেক মেম্বার ইকবাল হাওলাদার বর্তমানে মেম্বার রয়েছেন মালেক মিঝি।
৫নং ওয়ার্ডের মাঠে ভোটারদের সমর্থন আদায়ে কাজ করছেন মোঃ কবির হোসেন মাল বর্তমানে ওই ওয়ার্ডে মেম্বার হিসেবে রয়েছেন লোকমান পাটোয়ারী।

৬নং ওয়ার্ডে নতুন সম্ভব্য প্রার্থীর নাম শুনা যাচ্ছে কবির হোসেন ফারুক এর ওই ওয়ার্ডে বর্তমানে মেম্বার হিসেবে রয়েছেন বারেক পাটোয়ারী। ৭নং ওয়ার্ডের নতুন মুখ হিসেবে আছেন পারুল বেগম মিলন এবং ইউসুফ পাটোয়ারী বর্তমানে মেম্বার রয়েছেন ফখরুল মাল। ৮নং ওয়ার্ডের নতুন সম্ভব্য প্রার্থী হিসেবে জশিম উদ্দিনের নাম শুনা যাচ্ছে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার রয়েছেন রহমান হাওলাদার।

৯নং ওয়ার্ডের নতুন মুখ জহিরুল ইসলাম ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার রয়েছেন শাহে আলম সিকদার।
অনেক ওয়ার্ডের নতুন প্রার্থীদের মধ্যে সবাই তরুণ এবং ব্যবসায়ী। নতুন প্রার্থীরা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে স্ব স্ব ওয়ার্ডের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদী অন্যদিকে বর্তমানের দায়িত্বশীলরা ও বিজয়ী হবেন বলে জানান তাদের সমর্থকরা।

মেম্বার প্রার্থীরা জানান,চেয়ারম্যান যেই হোক আর যেই ভাবেই হোক আমাদের ভোট সুষ্ঠু হলেই হবে।
এদিকে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যেও নতুন অনেকে দলীয় প্রতিক পাওয়ার জন্য চেষ্টা চালালেও বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া আবারো নমিনেশন পাবেন এমনটাই আশা প্রকাশ করেছেন তার সমর্থকরা।