সালাউদ্দিন আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি ফখরুলের

0
82

বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা এবং আদালতের মাধ্যমে জামিন নামঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।

সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘অসত্য’ আখ্যায়িত করে তা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন ফখরুল।