কুষ্টিয়ায় টিসিএ’র সভাপতি সারফু ও সাধারণ সম্পাদক হাবিব

0
92

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরা পারসন এসোসিয়েশন (টিসিএ)র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কুষ্টিয়া এনটিভির ক্যামেরা পারসন মোঃ আশিফুজ্জামান সারফু সভাপতি এবং এস এ টিভির কুষ্টিয়ার ক্যামেরা পারসন মোঃ হাবিবুর রহমান হাবিব সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা সময় টিভির কুষ্টিয়ার ক্যামেরা পারসন বাবুল হোসেন ও মোহনা টিভির কুষ্টিয়ার ক্যামেরা পারসন মোঃ খাইরুল ইসলাম সম্রাট সহ-সভপতি, চ্যানেল আই এর কুষ্টিয়ার ক্যামেরা পারসন মোঃ নিয়ামুল হক ও চ্যানেল ২৪ এর কুষ্টিয়ার ক্যামেরা পারসন এস আই সুমন যুগ্ম-সাধারন সম্পাদক, এশিয়ান টিভি কুষ্টিয়ার ক্যামেরা পারসন আলামিন খান রাব্বি কোষাধাক্ষ, যুমনা টেলিভিশনের কুষ্টিয়ার ক্যামেরা পারসন ইরফান রানা সাংগঠনিক সম্পাদক, একাত্তর টেলিভিশনের কুষ্টিয়ার ক্যামেরা পারসন মোঃ কোহিনুর ইসলাম দপ্তর সম্পাদক, এটি এন নিউজএর কুষ্টিয়ার ক্যামেরা পারসন রুবেল ক্রীড়া সম্পাদক, বিটিভির কুষ্টিয়ার ক্যামেরা পারসন হারুন অর রশীদ ধর্ম বিষয়ক সম্পাদক, মাই টিভির কুষ্টিয়ার ক্যামেরা পারসন আরিফুজ্জামান আরিফ, ইন্ডিপেনডেন্ট টিভি কুষ্টিয়ার ক্যামেরা পারসন হৃদয় মাহমুদ টুটুল ও আর টিভি কুষ্টিয়ার ক্যামেরা পারসন ইমন নির্বাহী সদস্য, এটি এন নিউজ এর দৌলতপুর উপজেলা ক্যামেরা পারসন সেতু, এটিএন বাংলা টিভির কুষ্টিয়ার ক্যামেরা পারসন মেজর এশিয়ান টিভির দৌলতপুর উপজেলা ক্যামেরা পারসন ইমরান হক ইমন ও বিজয় টিভির খোকসা উপজেলার ক্যামেরাপারসন ডালিম সদস্য, এই কমিটি ২বছর মেয়াদ কাল তাদের দায়িক্ত পালন করবেন।