মির্জাগঞ্জে অনুমতি ছাড়াই মাদ্রাসার গাছ বিক্রি

0
97

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই মাদ্রাসার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ভিকাখালী নুরুমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারেন্ডের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।

জানাযায়, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: গাজী মাহাবুবুল আলম নুরুমিয়া ও সুপারেন্ড মো: আবুল হোসেন সমযোতা করে অবৈধভাবে অত্র প্রতিষ্ঠানের ১৫টি মেহগনি গাছ বিক্রি করেছে। যাহার বাজার মৃল্য প্রায় ৪০ হাজার টাকা স্থানীয়রা বলেন , তাহাদের মাদ্রাসার বেশ কিছু গাছ বিক্রি করতে দেখেছি ।

মাদ্রাসার সুপারেন্ড মো: আবুল হোসেন বলেন,উপরোক্ত কর্মকর্তার অনুমতি ছাড়াই গাছ বিক্রি করছি ।সে টাকা প্রতিষ্ঠানের কাজে ব্যয় করা হয়েছে ।

সভাপতি মো: গাজী মাহাবুবুল আলম নুরুমিয়া জানান, নয়টি গাছ বিক্রি করে তা দিয়ে মাদ্রাসার সংস্কার করা হয়েছে ।

এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এ বিষয় আমার জানা নাই।তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।