আজ তরঙ্গ নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

0
223

আজ ৩ ফেব্রুয়ারি, ২০২১। তরঙ্গ নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তরঙ্গ পরিবারের সাহসী সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের প্রতিদানে তরঙ্গ নিউজ আজ ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে।

২০১৬ সালের এই দিনে দেশ ও দেশের কল্যাণের ব্রত নিয়ে যাত্রা শুরু করে। জন্মলঘ্ন থেকে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। পথচলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল লেখক, পাঠক, সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের তরঙ্গ নিউজের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

তরঙ্গ নিউজের  ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপণদাতা ও শুভাকাঙ্ক্ষীদের  আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তরঙ্গ নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ, ব্যবস্থাপনা সম্পাদক দেলোয়ার হোসেন এবং বার্তা সম্পাদক মোঃ মানজুরুল ইসলাম।

৫ বছরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তরঙ্গ নিউজকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এক ঝাঁক সাহসী ও তরুণ সংবাদকর্মী নিয়ে আমাদের পথ চলা। কৃষি, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, অর্থ-বাণিজ্য, খেলাধুলা, বিনোদন ও অন্যান্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমরা যেন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আগামীতে তরঙ্গ নিউজকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী হিসেবে সকলের নিকট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।

তরঙ্গ নিউজের সাথে থাকার জন্য তরঙ্গ নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।