নান্দাইল সাংবাদিক সমিতির আয়োজনে শংকর চন্দ্র বণিকের স্মরণ সভা অনুষ্ঠিত

0
76

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু শংকর চন্দ্র বণিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার আয়োজনে নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরুর সভাপতিত্বে ও আবু হানিফ সরকারের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সাধারন সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, বাংলাদেশ শিক্ষক সমিতি নান্দাইল শাখার সভাপতিা আমিনুল ইসলাম আনজু, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, আব্দুর রাশিদ মাস্টার, প্রবীণ শিক্ষক নেকবর আলী প্রমুখ। এসময় সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, মঞ্জুরুল হক মনজু, শাহজাহান ফকির সহ নান্দাইলের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাবু শংকর চন্দ্র বণিকের কর্মময় জীবনের উপর আলোকপাত করার সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন বলেন, প্রয়াত সাংবাদিক শংকর চন্দ্র বণিক প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। উল্লেখ্য গত ২৭শে জানুয়ারি দিবাগত রাতে অসুস্থজনিত কারনে তিনি পরলোকগমন করেছেন।