কেএমপি’র অভিযানে মাদকদ্রব্য সহ ৪ জন আটক

0
78

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ চারজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল এবং ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনা সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সিটি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটিএসবি, কেএমপি ) মোঃ জাহাংগীর আলম ১ ফেব্রুয়ারী সোমবার তরঙ্গ নিউজকে উক্ত তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো – গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার সীতারামপুর গ্রামের মোঃ লিয়াকত আলী শিকদারের ছেলে মোঃ জুবায়ের হোসেন (৩৪), নগরীর খালিশপুর এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সোহাগ হাসান (২৭), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকার মোঃ শাজাহানের ছেলে মোঃ সাকিব মোল্লা (২১) এবং বাগেরহাটের পাতিলাখালী গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ রনি (২২)।