রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
97

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম উসি মং মারমা (৪০)। সোমবার সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারবুনিয়া তালুকদার পাড়ার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জুম ফাউন্ডেশনে (বেসরকারি এনজিও) কর্মরত ছিলেন উসি মং মারমা। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারবুনিয়াস্থ তালুকদার পাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে রাঙামাটি শহরে আসছিলেন তিনি। কিন্তু রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি খোলা জীপ (চাঁদের গাড়ি) তার মোটরসাইকেল চাপা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। জীপটি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলা পক্রিয়াধিন।