চুলে ব্লিচ করলে যেসব ক্ষতি হতে পারে!

0
87

ব্লিচ চুলকে দেখতে সুন্দর করলেও চুলের অনেক ক্ষতি করে ফেলে

আজকাল অনেকেই চুলে ব্লিচ করেন। বিশেষত কিশোর-কিশোরীদের চুল ব্লিচ করার প্রতি ঝোঁক বেশি। ব্লিচের মাধ্যমে চুলের আসল রঙটি পরিবর্তন করে হালকা বা বাদামি করা হয় যাতে অন্যান্য রঙ চুলে সহজেই বসতে পারে। কারণ কালো চুলে কখনই অন্যান্য রঙ করলে তা বোঝা যায়না। এজন্য চুল রঙ করার আগে কম বেশি সবাই ব্লিচ করে নেয়। তবে, এই ব্লিচ চুলকে দেখতে সুন্দর করলেও, চুলের অনেক ক্ষতি করে ফেলে। আজ আমরা জানবো ব্লিচ করলে চুলে কি ধরনের ক্ষতি হতে পারে।

চুলের ক্ষতি

চুল ব্লিচ করলে চুল সংবেদনশীল হয়ে পরে। যার ফলে চুল সহজেই ভেঙ্গে যেতে শুরু করে। বাহিরের ধুলো-ময়লা ইত্যাদি খুব সহজেই চুলের ক্ষতি করে ফেলে। চুল পড়া বেড়ে যায় এবং চুলের বৃদ্ধি হ্রাস পায়।

চুলের আদ্রতা থাকেনা

ব্লিচ করার ফলে চুলের আদ্রতা নষ্ট হয়ে যায়। যার ফলে চুল হয়ে যায় রুক্ষ ও প্রানহীন। ব্লিচের ফলে চুলের প্রোটিনের ভারসাম্যও নষ্ট হয়ে যায়। এতে করে চুলের অনেক ক্ষতি হয়।

মাথার ত্বকের ক্ষতি

ব্লিচ করতে অল্প সময় লাগলেও মাথার ত্বকে তা লেগে মারাত্মক ক্ষতি করতে পারে। ত্বক লাল হয়ে যেতে পারে, জ্বালা করতে পারে অথবা ফুসকুরি উঠতে পারে। এজন্য ব্লিচ মাথায় ত্বকে যেন না লাগে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

ব্লিচ করে চুলের ক্ষতি কমাতে যা যা করতে পারেন

১। চুলে অ্যালোভেরা ম্যাসাজ করতে পারেন।

২। অলিভ ওয়েল বা নারিকেল তেল লাগান যাতে চুলে আদ্রতা থাকে সবসময়।

৩। সবসময় বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করুন।

৪। চুল ভাতের মাড় দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।