ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২

0
94

মামুনুর রহমান, (পাবনা): ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে । চলতি বছরের মধ্যে আজ রবিবার ( ৩১ জানুয়ারি ) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া অফিস । আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান , আজ তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলিসিয়াস ।

যা এ বছরে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা । এদিকে , আজ সকাল ৯ টার পরেই ঈশ্বরদীতে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি । হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষের দুভাের্গ বেড়েছে । গতকাল শনিবার ( ৩০ জানুয়ারি ) ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলিসিয়াস । একদিনের ব্যবধানেই তাপমাত্রা এখন ৬.২ ডিগ্রী সেলসিয়াস । অর্থাৎ একদিনেই তাপমাত্রা কমেছে ৫.৫ ডিগ্রী সেলসিয়াস ।