চাঁদ দেখতে গিয়ে পা পিছলে গায়িকার মৃত্যু

0
80

গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটিশ ডিস্ক জকি, সংগীত প্রযোজক ও রেকর্ডিং আর্টিস্ট সোফি জিওন মারা গেছেন। তিনি ম্যাডোনো, নিকি মিনাজ ও চার্লি এক্সসিএক্সের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন।

সোফি গ্রিসের রাজধানী এথেন্সে শনিবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৩৪ বছর। এক বিবৃতিতে যুক্তরাজ্য থেকে তার মুখপাত্র জানান, পূর্ণ চাঁদ দেখার জন্য গায়িকা সিঁড়ি ওঠেছিলেন। দুর্ঘটনাবশত পা পিছলে নিচে পড়ে যান।

টাইম ডটকম জানায়, বারান্দা থেকে পড়ে যাওয়ার বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছে। তারা মৃত্যুর অন্য কোনো কারণ দেখছে না আপাতত। তবে নিয়ে এখনো তদন্ত চলছে।

সোফির জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে। ২০১৩ সালে তার প্রথম গান প্রকাশ হয়। ম্যাডোনার সিঙ্গেল ‘বিচ অ্যাম ম্যাডোনা’র অন্যতম গীতিকার ও প্রযোজক হিসেবে এর দুই বছর পর তিনি পরিচিত পান।

২০১৭ সালে ‘ইটস ওকে টু ক্রাই’ গানে প্রথমবার নিজের ছবি ব্যবহার করেন সোফি। তার অভিষেক অ্যালবাম ‘ওয়েল অব এভরি পার্লস আন-ইনসাইডস’ প্রকাশ হয় ২০১৮ সালে। সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম বিভাগে এটি গ্র্যামি মনোনয়ন লাভ করে।