প্রতারণার অভিযোগে সিরাজদিখানের তেঘরিয়া যুব সংঘের সংবাদ সম্মেলন

0
86

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা জেলার নবাবগঞ্জ আগলা প্রগতি সংঘের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানের তেঘরিয়া যুব সংঘের সভাপতি সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তেঘরিয়া যুব সংঘের সভাপতি শেখ শহিদুল্লাহ সোহেল তার বক্তব্যে বলেন, আগলা প্রগতি সংঘের আয়োজনে কবি কায়কোবাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি নক আউট পদ্ধতির প্রথম রাউন্ডের খেলায় আগলা কায়কোবাদ মাঠে তেঘরিয়া যুব সংঘ, মিরপুর পল্লবিকে হারিয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। ২৮ জানুয়ারি তাদের জানানো হয়, ৩০ জানুয়ারি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তখন তেঘরিয়া যুব সংঘের সভাপতি খেলাটি পিছিয়ে দেওয়ার দাবী জানান। ৫ দিন আগে জানানোর কথা থাকলেও ২ দিন আগে জানায় তারা। তাতে করে তেঘরিয়ার খেলোয়ার আসতে পারেনি।

আগলা প্রগতি সংঘের প্রতারণার জন্য এ কাজ করেছে। শুধু তাই নয় সেমি ফাইনাল খেলায় আমাদের ক্লাবের নাম ব্যবহার করে অন্য ২ জন খেলোয়ারদের দিয়ে খেলা পরিচালনা করে। এতে আমাদের সম্মানহানী ঘটে। আমরা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। প্রয়োজনে আমরা আইনের মাধ্যমে দেখবো। তবে তাদের এই প্রতারণার প্রতিবাদ এর জন্য আজকের এই সংবাদ সম্মেলন করছি। এ সময় উপস্থিত ছিলেন, তেঘরিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক শাহালম আসাদ, ক্রীড়া সম্পাদক নবী হোসেন নিরব, প্রচার সম্পাদক সবুজ কাজী, সহ-ক্রীড়া সম্পাদক শেখ ইউনুছ প্রমুখ।

এ বিষয়ে নবাবগঞ্জ আগলা যুব সংঘের ক্রীড়া সম্পাদক খালেদ আল মামুন জানান, আমরা তাদেরকে ট্রাইসিট দিয়েছি সেখানে সকল নিয়মাবলীসহ উল্লেখ আছে, কমিটির সিদ্ধান্তই চুরান্ত। তবুও আমরা সেমি ফাইনালে তাদের ও প্রতিদ্বন্দ্বি দল কতমতলীর সাথে আলোচনা করেছি। তারিখ পরিবর্তন করা সম্ভব হয়নি। তাছাড়া অতিথিদের দেওয়া সময়ও পরিবর্তন করা যায়নি। তাদেরকে বলেছি আগের খোলোয়াররা না আসলে অন্য খেলোয়ার নিয়ে আসতে, তারা না আশায় ওয়াকওভার পেয়েছে উপস্থিত দল। অতিথি ও দর্শকদের সন্মানে প্রীতি ম্যাচ খেলা হয়েছে। আমাদের ক্লাবের একটা সুনাম আছে। তারা না আসায় আমাদের অপমান ও বেগ পাইতে হইছে। তবে তাদের ক্লাবের নাম ও কদমতলীর নামেই খেলা অনুষ্ঠিত হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মঞ্জু বলেন, তেঘরিয়া সংঘের লোকজন এসেছিলো। আমি তাদেরকে লিখিত ভাবে জানাতে বলেছি। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।