মিরপুরে বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

0
84

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার সকাল ১০ টায় বকেয়া বেতন আদায়ের দাবিতে মিরপুরে কুরিয়ান গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করে। তাদের দাবি শ্রমিকদের পাওনা বেতন না দিয়ে গার্মেন্টসের মালিক সকল প্রকার মালামাল নিয়ে চলে যাওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে।

এসময় মিরপুর ১ থেকে সনি সিনেমা হল চিড়িয়াখানা রোড পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।

র‍্যাব ও পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।