মির্জাপুর পৌরসভা নির্বাচনে নৌকার জয়

0
179

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার নৌকা প্রতীকে ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দী বিএনপির মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

শনিবার (৩০জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তানিয়া।

এ নির্বাচনে ০৯টি ওয়ার্ড থেকে সাধারণ ও মহিলা সংরক্ষিত আসনে মোট ৩৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এদের মধ্যে ০১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন আব্দুল জলিল খান, ২নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী মো. সুমন হক, ০৩ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী আলী আজম সিদ্দিকী, ০৪ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে বিজয়ী মোহাম্মদ হাফিজুর রহমান, ০৫ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে বিজয়ী হাজী আব্দুর রউফ দুলাল, ০৬ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে বিজয়ী আব্দুর রাজ্জাক মিয়া, ০৭ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে বিজয়ী শামীম খান, ০৮ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী তাপস সাহা, ০৯ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে বিজয়ী মো. আনোয়ার হোসেন।

এছাড়া সংরক্ষিত ০৩টি মহিলা ওয়ার্ডে (১,২,৩) টেলিফোন প্রতীকে বিজয়ী আফসানা আক্তার, (৪,৫,৬) ওয়ার্ডে আনারস প্রতীকে বিজয়ী রওশন আরা, ও (৭,৮,৯) টেলিফোন প্রতীকে বিজয়ী চন্দনা দে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল ০৮টা থেকে শুরু হয়ে বিকাল ০৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে মোট ১০টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এমন সুষ্ঠু নির্বাচন হওয়ায় নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থী ও সাধারণ জনগণ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরবর্তীতেও এমন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এমনটিই দাবি পৌরবাসীর।