দিল্লির ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণ

0
94

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে পুলিশ। বিস্ফোরণের পর দূতাবাস এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং বিস্ফোরণ বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি দূতাবাসের বাইরে যেটি বিস্ফোরিত হয়েছে সেটি খুব কম ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড ডিভাইস। এটি বিস্ফোরণের পর কাছাকাছি থাকা তিনটি গাড়ির কাঁচ ভেঙে গেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভয় দেখানোর উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই মনে হচ্ছে।

২০১২ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ইসরায়েলি কূটনীতিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হলে চার জন আহত হয়।

শুক্রবার যে স্থানে বিস্ফোরণ ঘটেছে তার কাছেই সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ও অন্য সরকারি কর্মকর্তারা একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছেন।

বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনার পর থেকেই ভারতের রাজধানীতে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের সময় ওই সংঘর্ষের পর থেকেই দিল্লি জুড়ে উত্তেজনা বিরাজ করছে।