কৃষি আইনের পক্ষেই বক্তব্য দিলেন ভারতের রাষ্ট্রপতি

0
91

সংসদের যৌথ অধিবেশনে কৃষি আইনের পক্ষে জোর সাফাই গেয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে ভারতের রাষ্ট্রপতির ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে ছিল কৃষি আইন এবং কৃষকদের জন্য মোদি সরকার কী কী করেছে, তার বর্ণনা। খবর আনন্দবাজারের।

কৃষি আইন নিয়ে যে দেশটির সরকার পিছু হটবে না, রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে দিয়ে কৌশলে তা আরও একবার যেন বুঝিয়ে দিতে চাইল মোদি সরকার।

শুক্রবার থেকে দেশটির সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার সেই অধিবেশনের শুরুতে বক্তৃতায় কৃষি আইনে নিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘নতুন ৩টি আইনের ফলে দেশের ১০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। কয়েকটি রাজ্য সরকারও কৃষি আইনের প্রশংসা করেছেন।’

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‌্যালিতে দিল্লি জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছিল। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বহু এলাকা। লালকেল্লায় ঢুকে পতাকা উত্তোলনের ছবি দেখা গিয়েছিল। কৃষকদের সেই আন্দোলনের নিন্দা জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘প্রজাতন্ত্র দিবসে কৃষকরা ট্রাক্টর র‌্যালি করেছেন। সেই আন্দোলনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল। লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধান, যার জন্য আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, আমাদের স্বাধীনতার কথা বলে। কিন্তু এটাও বলে যে, আইনশৃঙ্খলা রক্ষা ও নিশ্চিত করা নাগরিকদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের রোজগার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ‘কিসান সম্মান নিধি’ প্রকল্প চালু করেছে। কৃষি খরচের দেড় গুণ ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ‘সুফল বিকাশ যোজনার’ সুবিধাও পেয়েছেন কৃষকরা।’

২০২০ সাল প্রায় পুরো বছরই করোনার প্রকোপ ছিল ভারতে। ওই ভারতের রাষ্ট্রপতি মনে করেন, ‘সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে দেশে করোনার সংক্রমণ রুখে দিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। করোনার বিরুদ্ধে যুদ্ধে সারা বিশ্বকে পথ দেখিয়ে নজির সৃষ্টি করেছে ভারত সরকার। করোনার টিকাদান কর্মসূচিও সফল ভাবে চলছে দেশে।’