ঠাকুরগাঁওয়ে আ’লীগের ৩জন বিএনপির ১জনের মনোনয়ন প্রত্যাহার

0
83

জে, ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল আজ। মঙ্গলবার (২৬জানুয়ারি)জেলা নির্বাচন অফিসে গিয়ে ৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে ৩জন আ’লীগের এবং ১জন বিএনপির।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে স্বশরীরে উপস্হিত থেকে মনোনয়ন প্রত্যাহার করেন ৪জন প্রার্থী।

প্রত্যাহার করে নেওয়া মেয়রপ্রার্থীরা হলেন – ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সভাপতি তহমিনা আখতার মোল্লা।

৪ প্রার্থীর প্রত্যাহারের পর বর্তমানে ৩জন মেয়রপদে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
তারা হলেন কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী আন্জুমান আরা বন্যা, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন।
আগামী ১৪ই ফেব্রুয়ারী ঠাকুরগাঁও পৌর নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।