রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
112

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন।নিহতের নাম অলি উল্লাহ (৫২)। আজ সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা চিটাগাং হাইওয়ে সড়কের শনির আখড়া ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে দুর্ঘটনার খবর পেয়ে যাত্রাবাড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি?সক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ খান আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ডিএমপি যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কে, এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের শনির আখড়া ধনিয়া কলেজের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় কোনো এক যানবাহনের চাপায় গুরুতর আহত হন অলি উল্লাহ (৫২) নামে এক ব্যক্তি । পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি?সক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহতের ভাই আব্দুল বারিকের উদ্ধৃতি দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনার পর আমরা খবর পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। বর্তমানে কদমতলীর শ্যামপুর জিয়া সরণিতে পরিবার নিয়ে থাকতেন অলি উল্লাহ। তিনি চার ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

এএসআই মোহাম্মদ খান আরও জানান,যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহত অলি উল্লাহকে আজ দুপুর সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ি থানা পুলিশ চিকি?সার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকি?সক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।