আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশকে নেতৃত্ব দিবে: ড. অমিতাভ

0
92

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডে ইউনিসেফের সহায়তায় বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ট্রানজিশনাল ভবন উদ্বোধন ও স্থাণীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

আজ (সোমবার) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি ওই বিদ্যালয়ের নবনির্মিত ট্রানজিশনাল ভবন উদ্বোধন ও স্থাণীয় সুধীজনদের সাথে মতবিনিময়করেন।

ভবন উদ্বোধন ও মতবিনিময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এইচএম তৌফিক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, আমতলী থানার ওসি মোঃ শাহআলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের ইন্সট্যাক্টর মোঃ আবুল বাশার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানাসহ সাংবাদিক, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থাণীয় সুধীজন।

প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তার বক্তৃতায় বলেন, আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনে এদেশকে নৃতৃত্ব দিবে। তিনি শিক্ষকদেরকে কোমলমতি শিশুদের সুন্দরভাবে পাঠদান করার জন্য আহবান জানান।