১২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

0
105

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

ফয়সাল আহমেদ জানান, গতকাল রোববার রাত ১০টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। ফলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে নদী পারাপাররত ১৬টি ফেরির মধ্যে চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে।

এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে এখনো আটকা রয়েছে ছয় শতাধিক যানবাহন।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা মো. সোলেমান জানান, ঘন কুয়াশা পড়ায় গতকাল রাত থেকে ফেরির পাশাপাশি ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট বন্ধ রাখা হয়েছিল।