মুজিবর্ষের উপহার ঘর পেল নির্যাতনের শিকার নারী সন্ধ্যা রানী

0
96

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় নির্মিত ঘর পেলেন টাঙ্গাইলের ঘাটাইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার সেই আদিবাসী নারী সন্ধ্যা রানী।

২৩ জানুয়ারি শনিবার সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ঘর প্রদান অনুষ্ঠানের উদ্ভোধনের পর স্থানীয় এমপি আতাউর রহমান খান তার হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিল তুলে দেন। তার সাথে উপজেলার আরো ১১২ গৃহহীন পরিরবারকে ঘরের দলিল তুলে দেয়া হয়।

গত ৯ জানুয়ারি আদিবাসী ওই নারী নির্যাতনের শিকার হন। পরের দিন ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি। তিনদিন পর আসামিরা আদালতের মাধ্যমে জানিতে মুক্তি পান। জামিনে এসেই গ্রাম ছাড়া করার হুমকি দেন সন্ধ্যা রানীকে। পরে গত ১৮ জানুয়ারি ওই নারীর বাড়িতে উপস্থিত হয়ে বন বিভাগের জমিতে আশ্রয় নিয়ে থাকা তার নিরাপত্তার দায়িত্ব নেন পুলিশ সুপার এবং পাকা মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের আওতায় ঘর দেয়ার ঘোষনা দেন জেলা প্রশাসক।

ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুল আলম, উপজেলা ভাইস চেয়ার শাহিনা সুলতানা শিল্পী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।