আখাউড়া চরনারায়নপুরে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৪৫ টি পরিবার

0
113

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অবশেষে ভূমিহীনদের মাঝে আখাউড়া চরনারায়নপুরের ৪৫ টি ঘরের দলিল সহ ঘর বুঝিয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্ভোধন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে “মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জানুয়ারি সকাল ১০ টায় এই উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ, এনডিসি, পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুল রহমান ব্রাহ্মণবাড়িয়া।

জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন, ব্রাক্ষনবাড়িয়া, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম ,ডিআইও(০১) জেলা বিশেষ শাখা, ব্রাক্ষনবাড়ীয়া, অফিসার ইনচার্জ আখাউড়া থানা মোঃ রসুল আহমেদ নিজামী সহ আখাউড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সরকারী কর্মকর্তা বৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।