হিজলায় গৃহহীন ৫১ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

0
80

পলাশ দাস, হিজলা: জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলার ৫১ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক জমি ও গৃহ প্রদান করা হয়। সারাদেশের ন্যায় এক যোগে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেন।হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সকাল সারে ৯ টায়, জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, মেমানিয়া ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

সহ প্রধানমন্ত্রীর জমি ও গৃহ উপকারভোগী গরীব অসহায় পরিবারের সদস্যরা। সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুভিদাভুগী সহ নানা শ্রেনী পেশার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।