শার্শায় ৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরের চাবি প্রদান

0
101

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় যশোরের শার্শায়ও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশনা শারমিন মিথী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ্ আহমেদ মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা আইটি কর্মকর্তা আহসান হাবীব, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন ও শার্শা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদ প্রমূখ