ধামরাইয়ে দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’র জরুরি সভা অনুষ্ঠিত

0
93

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র উত্তরপাতায় অবস্থিত ধামরাইয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আহুত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২শে জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর যুগ্ন আহবায়ক ধামরাইয়ের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আহুত সভা যথা সময়ে শুরু হয়েছে ।

উক্ত সভায় দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্যদের উপস্থিতিতে সভার আলোচ্যসূচি অনুযায়ী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’র যুগ্ন আহবায়ক ও ধামরাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মাসুম খান, কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, কমিটির সদস্য গোলাম রহমান হুমায়ুন, কমিটির সদস্য ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), কমিটির সদস্য ও ধামরাইয়ের বিশিষ্ট সাংবাদিক (দেশ টিভি ও ভোরের কাগজ) দীপক চন্দ্র পাল, কমিটির সদস্য ও দীপ্ত টিভির সাংবাদিক দস্তগীর খান ডেবিড, কমিটির সদস্য সাইদুর রহমান টিপু, কমিটির সদস্য জুনাইদুর রহমান শিপলু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় আলোচ্যসূচি অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়ে বিষদ বিস্তারিত আলোচনান্তে সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্রমে দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ভূমি সংক্রান্ত বিষয় আইনী বিষয়ে স্পর্শকাতর বিষয়ের বৃহত্তর স্বার্থে দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পূর্নাঙ্গ কমিটি গঠন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং যে পর্যন্ত ভূমি সংক্রান্ত আইনী জটিলতা দূরীভূত না হয় বর্তমান আহবায়ক কমিটি দোয়েল সাংস্কৃতিক শিল্পীর সার্বিক কার্যক্রম পরিচালনা করিবে।

দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আপাতত বন্ধ থাকবে সরকারের পরবর্তী নির্দেশনার আলোকে ভর্তি কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আসন্ন ২৮শে জানুয়ারি দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার বিষয়ে সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব রেখে স্বপ্ন পরিসরে দোয়েলের কার্যালয়ে উদযাপন করার বিষয়ে উদযাপন করার সিদ্ধান্ত দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এর আহবায়ক ধামরাইয়ের কৃতি সন্তান, দি একমি ল্যাবরেটরীজ লিঃ এর অতিরিক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ হাসিবুর রহমান কাশেম এর সাথে আলোচনা সাপেক্ষে বিবেচনাধীন রেখে অদ্য সভার সভাপতি ও দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর যুগ্ন আহবায়ক ডাঃ অজিত কুমার বসাক সভায় উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ ও সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।