মাগুরার মহম্মদপুরের নাওভাঙ্গা গ্রামে কৃষকের বিছালির গাদা পুড়ে ব্যাপক ক্ষতি

0
118

মতিন রহমান, মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরার মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের বড়-নাওভাঙ্গা গ্রামের গরিব কৃষক মোঃ খালেক শেখের ধানের বিছালির গাদায় আগুন লেগে বিছালি পুড়ে ছাই হয়ে গেছে । বুধবার ভোরে বাড়ির পূর্বপাশে বিক্রি ও নিজের গরুর খাবারের জন্য জমা করা ধানের বিছালির গাদায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

এবিষয়ে খালেক শেখ জানায়, অনেক কষ্ট করে টাকা জমিয়ে ২০ হাজার মত ধানের (খড়) বিছালি কিনেছিলাম একটু বেশি দামে বিক্রি করবো বলে কিন্তু এখন সেই বিছালি পুড়ে গেছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

খালেক শেখের পুত্র মান্নান শেষ জানায়, ভোর ৪ টার দিকে এই আগুন লাগে। তবে ষড়যন্ত্রমূলকভাবে কেউ এই আগুন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন মান্নান শেখ বলে পূর্বের একটি পারিবারিক ঝামেলার সূত্রপাতে এই ঘটনা ঘটতে পারে।

এবিষয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছে ভুক্তভোগীরা এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।