চকবাজারে পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0
150

এস,এম,মনির হোসেন জীবন : রাজধা্নীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে যৌথভাবে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে । সোমবার দুপুর ২টা থেকে অভিযান শুরু হয়ে একটানা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, অভিযানকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ করায় উৎপাদনকারী ৫টি প্রতিষ্ঠানকে মোট নগদ সাত লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার কেজি পলিথিন ব্যাগ ও কাঁচামাল তৈরির উপকরণ জব্দ করতঃ ধ্বংস করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করে আসছিল।