সিরাজদিখানে ৩ টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

0
93

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ টি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ ।

ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, বালুচর ইউনিয়নের এলাকায় অবস্থিত ৩ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ইট ভাটা গুলি হলো যথাক্রমে (১) মেসার্স আব্দুল্লাহ ব্রিকস, (২) মেসার্স আপেল মাহমুদ ব্রিকস এবং (৩) নিউ ফাইভ স্টার ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারায় প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় ।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া, সিরাজদিখান থানার এসআই ইমরান হোসেন এবং ফায়ার সার্ভিসের একটি টিম।