বরগুনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর ভবন হস্তান্তর!

0
87

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ সমাপ্তির পরে হস্তান্তর করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী স্টোর।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানাগেছে, ২০১৭ সালের ৩০ এপ্রিল পৌরসভার ৭নং ওয়ার্ডে ২ কোটি ২ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী ষ্টোর। নির্মাণ কাজ শেষে গতকাল (সোমবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের কাছে তিন তালা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর করেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী স্টোরের কর্নধার গোলাম সরোয়ার বাদল।

এসময় উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ উপস্থিত ছিলেন।