প্রতিবন্ধী মালেকের একটি হুইল চেয়ারের আবেদন

0
88

সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী মালেকের (৭০) অটো হুইল চেয়ারের আবেদন । দীর্ঘদিন যাবৎ মাটিতে হামাগুড়ি দিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য মামুষের দুয়ারে দুয়ারে যেতে হয় তাকে। একটি হুইল চেয়ার ছিলো তার। তিন বছর হল সেই হুইল চেয়ারটি ভেঙে গেছে।

এখন হুইল চেয়ার না থাকার কারণে চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। যেতে পারছেনা দূরের বাজারগুলো সহ বিভিন্ন গ্রামে। কোন মতে কাটছে দিন।

শারীরিক প্রতিবন্ধী মালেক ৭০ বলেন, ২০ বছর আগে মাছ ধরার জালালদিয়ে আমার বা হাতের অঙ্গুলি হারায়। এর চার বছর পর একটি রোগে আমার বা পা হাটু পর্যন্ত কেটে ফেলি। ধীরে ধীরে এখন আমার পুরো শরীরের শক্তি শেষ হয়ে যাচ্ছে।এখন অটো হুইল চেয়ার ছাড়া চলা সম্ভব না। আামার অর্থ উপার্জনের কেউ নেই। তাই একটি হুইল চেয়ার হলে কিছু টাকা বেশি চেয়ে নিতে পারবো।

এ অর্থ দিয়ে নিজে খাবার সহ ঔষধ খেতে পারবো। সরকারের কাছে অনুরোধ আমাকে যেন একটা অটো হুইলচেয়ার দেওয়া হয়। কংশপুরা গ্রামে আমার বাড়ি। বিকাল থেকে সকাল আটটা পর্যন্ত আমি বাড়িতে থাকি তারপর জীবনযুদ্ধে বের হতে হয়।