বিরামপুর সীমান্তে বডার গার্ড বাংলাদেশের অসহায় গরীবের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
154

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া,দাউদপুরও ভাইগড় সীমান্ত ফাঁড়ি এলাকায় অসহায় গরিব শীতার্তদের মাঝে বডার গার্ড বাংলাদেশ ২০(বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়ন শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।

১২ জানুয়ারী সকালে উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত ফাঁড়ি এলাকার শীতার্তদের মাঝে ২০ বডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটু উপস্থিত হয়ে অসহায় গরীব শীতার্তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

এ সময় ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে সকালে দাউদপুর ও ভাইগর সীমান্ত ফাঁড়িতে এলাকার অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ২০ বডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যালিয়নের সহ অধিনায়ক মেজর মো. নাঈম খন্দকার। এ সময় কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন, দাউদপুর ক্যাম্পকমান্ডার সুবেদার মো. মোকলেছুর রহমান, ভাইগর সীমান্ত ফাঁড়ি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো.সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শীতার্ত সীমান্ত বাসি ২০ বডা গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক শীতবস্ত্র কম্বল পেয়ে ব্যাটালিয়ন অধিনায়ক, সহ অধিনায়কসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৷