মুন্সীগঞ্জে জাটকা ও অবৈধ জাল আটক

0
96

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দিঘিরপাড় পুলিশ ফাড়ির যৌথ অভিযানে দিঘিরপাড়ের মাসুদ খানের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ৬০ কেজি জাটকা আটক করা হয় ও আড়তদারকে ৫ হাজার টাকা ও জাটকা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । ১১ই জানুয়ারি সোমবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এ জরিমানা করেন।

উল্লেখ্য, একই দিন পদ্মা নদীর টঙ্গীবাড়ী উপজেলার অংশে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি ভেশাল বাধ, ২টি বেড়া জাল , অবৈধ কারেন্ট জাল, বেহুন্দিজালসহ ৩ জন জেলেকে আটক করা হয়। ৩ জন জেলেকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশেষ ভাবে উপস্থাপনযোগ্য, জনসাধারণের সামনে আটককৃত অবৈধ জাল গুলো পুড়িয়ে ধংস করা হয়। অঅটককৃত জাটকা ৩ টি মাদ্রাসায় বিতরণ করা হয়।