বরগুনায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
87

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি, ঢাকা আয়োজনে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার আমতলী কৃষি রেডিওর হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার মোঃ ঈসা ইকবালের সভাপতিত্বে ও কৃষি রেডিওর অনুষ্ঠান প্রযোজক মোঃ শামিম মৃধার সঞ্চালনায় দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ী ঢাকার প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের তথ্য কর্মকর্তা মোঃ মারুফ, তথ্য কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার সিএস রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।

বক্তব্য রাখেন কৃষি রেডিওর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম তালুকদার, প্রবীন সাংবাদিক খান মতিয়ার রহমান, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ. সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান মিরাজ, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির, সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ খোকন, বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, এশিয়া টেলিভিশনের আমতলী প্রতিনিধি সজীব আহমেদ, কৃষি রেডিওর স্বেচ্ছাসেবক মোঃ মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কৃষি রেডিওর স্বেচ্ছাসেবকরা অংশগ্রহন করেন।