লক্ষ্মীপুরে ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন ও ২০২১ সেশনের কমিটি ঘোষণা

0
111

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা সভাপতি মুহা. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.মাইনুদ্দিন চিশতি’র সঞ্চালনায় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯ টায় লক্ষ্মীপুর সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন- এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল করিম আকরাম।

প্রধান অতিথি’র বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল করিম আকরাম বলেন, মানবতার মুক্তি ছিনিয়ে আনতে হলে রাসূলে কারীম (সা:) এর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। এদেশের মানুষ রক্ত ও জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতার মূল যে স্বাদ সাম্য, মানবিক, সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতার অর্ধশত বছর অতিক্র করেও এখনও ফিরে পাওয়া যায়নি। স্বাধীনতার শতবছর অতিক্রম করেও পাবে বলে আমরা আশা রাখতে পারিনা। মানুষের শান্তি, মানবতার মুক্তি ছিনিয়ে আনতে রাসুল (সাঃ) এর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

সম্মেলনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির সভাপতি তানভীর হোসাইন, সহ সভাপতি মাঈনুদ্দিন চিশতী, সাধারণ সম্পাদক মোফাসসেল খান নির্বাচিত।

সম্মেলনে উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহীম, সহ-সভাপতি মাও.দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জেনারেল মাওলানা মহিউদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও.আবুল হাসান, ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি এইচ এম ইসমাঈল সিরাজী, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মু. মোফাচ্ছেল খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ নেতৃবৃন্দ।