খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত

0
73

এস,এম,মনির হোসেন জীবন/ জামিলা আক্তার পারুল : রাজধানীর খিলগাঁওয়ে খিদমা হাসপাতাল সংলগ্ন রেললাইনে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হচেছ, এসিআই কোম্পানির সেলসম্যান নুরুল ইসলাম (২৮) ও তার সহকর্মী রাকিব (২৭)।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ে খিদমা হাসপাতাল সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয় থানার খিদমা হাসপাতাল সংলগ্ন রেললাইন দিয়ে পায়ে হেঁটে রেললাইন পারাপার হচিছল নুরুল ইসলাম ও রাকিব। এসময় ঢাকার বাহির থেকে একটি ট্রেন ঢাকায় প্রবেশ করছিল। তখন তারা দু’জন এক সাথে রেললাইন পার হবার সময় অসাবধনাবশত : ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে যায় এবং সঙ্গে সঙ্গে কাটা পড়ে দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(ওসি) রকিব উল হোসেন আরও জানান, নিহত দু’জনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা এলাকায় বলে জানা গেছে। তারা দু’জন ঢাকায় বসবাস করে আসছিল।

এবিষয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃতু্্য মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।