ধামরাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

0
83

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ই জানুয়ারি) ৯ পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্হাপনায় ১১ ফিল্ড এ্যাম্বুলেন্সের আয়োজনে ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা, ঔষধ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ’সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সব ধরনের চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

দেশের করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ এর চলমান পরিস্থিতিতে অসহায় দুঃস্হ এবং নিম্ন আয়ের দরিদ্র মানুষের সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মানবিক কার্যক্রম ধামরাইয়ের সর্বস্তরের জনগনের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বমহলে এ’কার্যক্রম প্রশংসিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার,লেঃ কর্নেল মোঃ ফখরুল আলম বিএস পি-এমএসপি,লেঃ কর্নেল শরীফ মোহাম্মদ রেজাউল মাসুদ,লেঃ কর্নেল কায়সার জাহান,লেঃ কর্নেল এ কে রাশেদ উল হাসান,মেজর মোহাম্মদ জামাল উদ্দিন, মেজর দেওয়ান রাব্বানী, মেজর মোঃ এনামুল হক, মেজর নুজহাত নুরেরী ইসলাম, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।