মির্জাপুরে ৫ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

0
95

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ  টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে ০৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানাসহ ভাটাগুলো গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৬ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ছাড়পত্র না থাকার দায়ে ভাই ভাই ব্রিকস্, আশাদিশা ব্রিকস্, হাকিম ব্রিকস্ ও স্টারস্টাইল এবং সিক্স ব্রাদার্স নামক ০৫টি ইটভাটা মালিককে ০৬ লাখ করে মোট ৩০লাখ টাকা জরিমানা করা হয়।

তবে অভিযান পরিচালনার পর পরই আবার ইটভাটাগুলোতে পুনঃরায় মেরামতপূর্বক কাজ করতে দেখা গেছে!

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি-সম্পাদকসহ র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।